আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?
বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম। এক দফা কমলে ১০ দফা বাড়ার কারণে এ দাম সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববাজারের সর্বশেষ আপডেটে রয়টার্স জানায়, স্পট স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১০৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩.৩% বেড়ে ৪,১৩৩ ডলারে স্থির হয়েছে। তবে আর কতক্ষণ এ দামে স্বর্ণ বিক্রি হবে তা বলা মুশকিল। এ অনিশ্চয়তার চাপে বাড়ছে রুপার দামও।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৩