শুক্রবার   ০৪ জুলাই ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৯, ৩ জুলাই ২০২৫

আরবের কোথায় গেলে খরচ কম, কোথায় সবচেয়ে বেশি

আরবের কোথায় গেলে খরচ কম, কোথায় সবচেয়ে বেশি
সংগৃহীত

আরব বিশ্বে মধ্যে জীবনযাত্রার খরচের দিক থেকে সবচেয়ে সস্তা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে লিবিয়া। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘নামবেও’র সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ তালিকা অনুযায়ী, আরবে সবচেয়ে কম খরচের দেশগুলো হচ্ছে— লিবিয়া, মিশর, সিরিয়া, আলজেরিয়া এবং পঞ্চম স্থানে ইরাক। তালিকার ছয় নম্বরে রয়েছে তিউনিশিয়া, এরপর মরক্কো এবং অষ্টম স্থানে জর্ডান।

‘নামবেও’ প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, রেস্টুরেন্টের খরচ, বাসাভাড়া ও স্থানীয় মানুষের ক্রয়ক্ষমতা বিশ্লেষণ করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে।

বিশ্লেষণ বলছে, লিবিয়া, মিশর, সিরিয়ার মতো দেশে খাদ্যদ্রব্য, বাসস্থান ও অন্যান্য ভোগ্যপণ্যের দাম কম থাকার কারণে জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে কম। ইরাকও এই তালিকায় স্থান পাওয়ায় সেখানে জীবনযাত্রা সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অন্যদিকে, নামবেও’র তথ্যমতে, আরবে সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর পরপরই রয়েছে ইয়েমেন, কাতার ও বাহরাইন। এসব দেশে উচ্চ জীবনযাত্রা খরচের পেছনে বড় ভূমিকা রাখছে বাসাভাড়া, খাদ্যদ্রব্যের মূল্য এবং সাধারণ ভোগ্যপণ্যের দাম।

বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের জীবনযাত্রার ব্যয় কম থাকা মানেই তা বসবাসের জন্য সেরা নয়। রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা পরিস্থিতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক পরিবেশও সেই দেশের জীবনমান নির্ধারণে বড় ভূমিকা রাখে।

কম দেশের তালিকায় রয়েছে:

  • লিবিয়া
  • মিশর
  • সিরিয়া
  • আলজেরিয়া
  • ইরাক
  • তিউনিশিয়া
  • মরক্কো
  • জর্ডান

সবচেয়ে ব্যয়বহুল দেশ:

  • সংযুক্ত আরব আমিরাত
  • ইয়েমেন
  • কাতার
  • বাহরাইন

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, খাদ্য সংকট ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে এ ধরনের প্রতিবেদন আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগকারীদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

সূত্র: কালবেলা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ