পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরি, আবেদন শুধু অনলাইনে

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর এবং টেকনিশিয়ান-২ পদে মোট ৩ (তিন) জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫, সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।
পদের বিস্তারিত বিবরণ—
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ।
২. টেকনিশিয়ান
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস বিষয়ে অন্যূন ২ (দুই) বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা: সব পদের প্রার্থীর ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি কত—
সাধারণ প্রার্থীদের জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জ সহ)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জ সহ)।
গুরুত্বপূর্ণ তথ্য—
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগসংক্রান্ত পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানানো হবে।
চাকরিতে বিস্তারিত দেখুন এখানে
সূত্র: প্রথম আলো