বুধবার   ০১ অক্টোবর ২০২৫ || ১৫ আশ্বিন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?
সংগৃহীত

জীবনের পথচলায় একজন উপযুক্ত জীবনসঙ্গীর গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় সঠিক সঙ্গী পাশে থাকলেও আমরা তা বুঝে উঠতে পারি না। সাইকোলজি টুডে-র একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা তুলে ধরেছেন এমন ৫টি লক্ষণ, যা বুঝিয়ে দেবে আপনি কি সঠিক মানুষের সঙ্গে রয়েছেন কি না।

একে অপরের পরিপূরক

আপনারা কি একই রকম ভাবেন? জীবনের মূল্যবোধ, সিদ্ধান্ত বা সমস্যার সমাধানে কি মিল আছে? যদি দেখেন, একজন আরেকজনের চিন্তাধারাকে সম্মান করেন এবং পরিপূরক হয়ে ওঠেন, তাহলে বুঝবেন সম্পর্কটি সঠিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

সম্মান বজায় রাখেন

মতভেদ হবেই। কিন্তু সম্পর্ক তখনই টিকে থাকে, যখন ঝগড়া বা দ্বন্দ্বের মাঝেও একে অপরের প্রতি সম্মান থাকে। আপনি যদি অনুভব করেন, আপনার সঙ্গী মতভেদেও আপনাকে অসম্মান করেন না, তাহলে আপনি সঠিক পথেই হাঁটছেন।

গুরুত্ব দেন এবং পান

আপনার সময়, অনুভূতি, চাওয়া-পাওয়াকে কি গুরুত্ব দেন আপনার সঙ্গী? যদি দেখেন, তিনি নিজের চেয়ে আপনাকে আগে ভাবেন, তাহলে সেটি একটি বড় ইতিবাচক লক্ষণ।

সময় দেন

ভালোবাসা মানেই সময় দেওয়া। ব্যস্ততার মধ্যেও কেউ যদি আপনার জন্য সময় বের করে, বুঝতে হবে তিনি আপনাকে গুরুত্ব দেন। সময় দেওয়া মানে শুধু একসঙ্গে থাকা নয়, মানসিকভাবে পাশে থাকা।

ভবিষ্যতের পরিকল্পনায় আপনি আছেন

আপনার সঙ্গী কি ভবিষ্যতের কথা ভাবছেন? সেখানে কি আপনি আছেন? যদি দেখেন তিনি আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনাও করেন না, বুঝবেন আপনি তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ।

এই পাঁচটি লক্ষণ যদি আপনার সম্পর্কে থাকে, তাহলে আপনি হয়তো একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। আর যদি এখনো না পান, চিন্তা নেই। সময় দিন, নিজেকে বুঝুন—সঠিক মানুষ আসবেই।

সূত্র: কালবেলা

সর্বশেষ

শিরোনাম