শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:৫১, ২৯ মে ২০২৪

পাঁচবিবিতে তথ্য অধিকার আইন বিষয়ক জনসচেনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে তথ্য অধিকার আইন বিষয়ক জনসচেনতা বৃদ্ধিকরণ সভা অনুষ্ঠিত
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ মে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সালেহীন তানভির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ আরো অনেকে।

শেষে তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি।

একইদিন দুপুরে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে অনলাইনে নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় পৌর কমিশনার, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ