জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহ শুরু
‘স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা মুজিবর রহমান ঢালি মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন— ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ প্রমুখ।
এ সময় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরা হয়।