বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ || ৮ কার্তিক ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২৭, ১৬ জুন ২০২৪

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!
সংগৃহীত

পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের নিজেদের আগামী অপারেটিং সিস্টেম থেকে বাদ দিচ্ছে অ্যাপল।

সোমবার (১০ জুন) আইওএস-১৮ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ ঘোষণা দেয় নির্মাতা প্রতিষ্ঠানটি। 

আইওএস-১৮ অপারেটিং সিস্টেমে ই-মেইল অ্যাপে ফিল্টার–সুবিধাসহ স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানো যাবে। এ ছাড়া এআইভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ও অ্যাপ লক করে রাখারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে এই অপারেটিং সিস্টেমটি পুরোনো মডেলের ফোনে ব্যবহার করা যাবে না।

অ্যাপল জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটি আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর এবং আইফোন এসই-তে (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ) ব্যবহার করা যাবে।

সূত্র: Rtv News

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ