মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৯, ২৬ জুন ২০২৫

ফেসবুক গ্রুপ হঠাৎ নিষিদ্ধ : প্রযুক্তিগত ত্রুটি, দ্রুত সমাধানের আশ্বাস

ফেসবুক গ্রুপ হঠাৎ নিষিদ্ধ : প্রযুক্তিগত ত্রুটি, দ্রুত সমাধানের আশ্বাস
সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ফেসবুক গ্রুপে আকস্মিক নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বব্যাপী হাজারো ব্যবহারকারী পড়েছেন চরম বিড়ম্বনায়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হঠাৎ হাজার হাজার গ্রুপ নিষিদ্ধ (ব্যান) হয়ে গেছে বলে অভিযোগ করেছেন অনেক গ্রুপ অ্যাডমিন।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের গ্রুপ সেকশনে এমন ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। শপিং গাইড, অভিভাবক সহায়তা, পোষা প্রাণীর যত্ন, গেমিং, এমনকি পোকেমন সম্পর্কিত গ্রুপগুলো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

বিভিন্ন গ্রুপ অ্যাডমিনদের দাবি, মেটা অযৌক্তিকভাবে তাদের গ্রুপগুলোতে ‘সন্ত্রাসসংশ্লিষ্ট’ কিংবা ‘অশ্লীল’ কনটেন্টের অভিযোগ দিয়েছে। এমনকি এক ব্যবহারকারী জানিয়েছেন, তাদের শুধু পাখির ছবি শেয়ারের গ্রুপও নিষিদ্ধ হয়েছে। ওই গ্রুপের সদস্য ছিল প্রায় ১০ লাখেরও বেশি।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে বলেছেন, “আমরা সমস্যাটি চিহ্নিত করেছি এবং দ্রুত সমাধানের জন্য কাজ করছি।” তবে এখনো ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মেটা।

অনেকে ইতোমধ্যে অনলাইন পিটিশন চালু করেছেন, যেখানে ১২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। কেউ কেউ আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবছেন। তবে সমস্যার সম্পূর্ণ সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে ব্যবহারকারীদের মধ্যে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ