মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৯, ২ আগস্ট ২০২৪

ভুটানের ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ৪ ফুটবলার

ভুটানের ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের ৪ ফুটবলার
সংগৃহীত

এর আগে ভারত ও মালদ্বীপের ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। দুই দেশেরই ঘরোয়া লিগে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া কলকাতার বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে মাঠ মাতাচ্ছেন সানজিদা আক্তার।

সেই ধারাবাহিকতায় এবার ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসিতে খেলবেন বাংলাদেশের চার ফুটবলার। প্রথমবারের মতো ভুটানের ক্লাবটিতে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।

চলতি মাসেই প্রথমবারের মতো শুরু এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলছে ভুটানের ক্লাবটি। দলের শক্তি বাড়াতে তারা বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় চেয়েছে বাফুফের কাছে। 

রয়েল থিম্পু কলেজ এফসির কথাও রেখেছে বাবুফে। ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের এই চার নারী ফুটবলার।

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ ছিল বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়ন দলেরও। কিন্তু বাংলাদেশের নারী লিগ অপেশাদার, এই অজুহাত দিয়ে সুযোগটা নেয়নি বাফুফে।

আসরে ‘ডি’ গ্রুপে রয়েল থিম্পু কলেজ এফসি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৫ আগস্ট ইরানের বাম খাতুনের সঙ্গে। ২৫ আগস্ট দ্বিতীয় ম্যাচ তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিতচে স্পোর্টস ক্লাব।

ভুটানের ক্লাবে ৪ ফুটবলারকে খেলতে দেওয়া প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম দেব না। কারণ, আমাদের সামনে সাফের প্রস্তুতি আছে। পরে ভেবে দেখলাম, ভুটানের ক্লাবটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলবে। শক্তিশালী দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা সাফে সাবিনাদের কাজে লাগবে।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ