মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৫৮, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ১২:৪১, ২০ আগস্ট ২০২৪

বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা দলে নেই মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা দলে নেই মেসি
সংগৃহীত

কোপার ফাইনালে গোড়ালির গুরতর চোটের কারণে পুরো ম্যাচ না খেলেই মাঠ থেকে উঠে যান লিওনেল মেসি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপজয়ী তারকা দ্রুতই মাঠে ফিরবেন। আপাতত অবশ্য মন খারাপ করা খবরই এসেছে। তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বুয়েন্স আইরেসে ৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে আকাশী-নীলরা। এরপর বোগোটায় ১০ সেপ্টেম্বর অ্যাওইয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে। তার সঙ্গে আরো আছেন মাতিয়াস সোলে এবং ইকুই ফার্নান্দেজ। পাওলো দিবালা , ফ্রাঙ্কো আরমানি ও মার্কোস আকুনা স্কোয়াডে জায়গা পাননি।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ এবং হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়েন্দ্রো পেরেদেস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, গুইডো রদ্রিগেজ এবং ইজেকুয়েল ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো, জুলিয়ান আলভারেজ, মাতিয়াস সোলে, ভ্যালেন্টিন কার্বোনি, জিউলিয়ানো সিমিওনে এবং ভ্যালেন্টিন কাস্তেলানোস।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ