আরও ১৪টি দল-জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার আরও ১৪টি দল–জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হওয়ার কথা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পর ২৩ জুলাইও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আজ যেসব দলের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁরা হলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২–দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্ক্সবাদীর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলাম মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সূত্র: প্রথম আলো