বগুড়ার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ (৩০)
দুপচাঁচিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহতবগুড়ার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভেজ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত পারভেজ শিবগঞ্জ থানার কোরাল আটমুকুল গ্রামের বাসিন্দা। তিনি একটি পেপার মিলে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
দায়িত্বশীলতার স্বার্থে জানানো যাচ্ছে, দুর্ঘটনার কিছু ছবি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তা ফেসবুকে প্রকাশ করা হচ্ছে না।
সূত্র: Facabook








