শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:০৮, ২৮ জানুয়ারি ২০২৬

বগুড়ায় স্ত্রীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার, অস্ত্র জব্দ

বগুড়ায় স্ত্রীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার, অস্ত্র জব্দ
সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মো. সাজ্জাদ হোসেন নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ও রাতে দুই দফায় পরিচালিত অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের আহাদ আলীর ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার। এ সময় তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সেনাবাহিনী পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল সাজ্জাদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে সাজ্জাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এছাড়া, ওই বাড়ি থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সূত্র: জাগোনিউজ

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা