শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:০৯, ২৮ জানুয়ারি ২০২৬

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল হোসেন (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিজানুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে। তিনি নন্দীগ্রামের সিধইল গ্রামের নানা সিরাজ উদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। অপর নিহত নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল একটি মোটরসাইকেলে করে কাথম টু কালিগঞ্জ সড়ক দিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি আমাদের জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাক শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

আব্দুল মোমিন/আরকে

সূত্র: জাগোনিউজ

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা