• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

সুপ্রিম কোর্টে অ্যাকশন চলছেই

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন চলমান রয়েছে। দুর্নীতি ও অনিয়মের দায়ে এফিডেভিট শাখার সুপারকে বদলি করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

প্রসঙ্গত যে, দুর্নীতির বিরুদ্ধে কোর্ট প্রশাসনের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার ২ নম্বর প্রশাসনিক ভবনে ঝটিকা অভিযান চালান সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এবং পুলিশ সদস্যদের নিয়ে বিচারপতি এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৩ জনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর আজ সকালেই এফিডেভিট শাখার সুপারকে বদলির খবর জানা গেল। 

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট