• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়কসহ তিনজন রিমান্ডে

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) প্রধান সমন্বয়ক ও অপারেশন শাখার প্রধান মো. মাইনুল ইসলামসহ তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ডে যাওয়া অপর দুইজন হলেন- শেখ সোহান স্বাদ ওরফে বারা আব্দুল্লাহ ও মুরাদ হোসেন কবির। 

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। এরপর আদালত শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট