তুলুম্বা তৈরির রেসিপি জেনে নিন

ভিনদেশি খাবার হলেও আমাদের দেশেও বেশ জনপ্রিয়। বলছি তুলুম্বার কথা। মিষ্টি স্বাদের এই খাবার বাঙালির তো পছন্দ হবেই। কারণ খাবারের শেষ ভাগে একটুখানি মিষ্টি কিছু না থাকলে যেন মন ভরে না আমাদের। দেশি স্বাদের নানা পদের মিষ্টি খাবার তো খাওয়া হয়ই। চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা। এটি তৈরি করা বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ময়দা- ১/২ কাপ
ডিম- ১ টা
দুধ- ১/২ কাপ
ঘি- ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
সুজি- ১ টেবিল চামচ
লবণ- ১ চিমটি
চিনি- ১ কাপ
পানি- ১/২ কাপ
এলাচ- ২ টা
লেবুর রস- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
দুধ, ঘি ও লবণ চুলায় দিতে হবে, বলক এলে অল্প অল্প ময়দা দিয়ে ডো তৈরি করতে হবে, অনেকটা সেদ্ধ রুটি বানানোর ডো এর মতো হবে, ডো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। ডো ঠান্ডা হলে একটি বড় বোলে নিয়ে ডিম, সুজি ও কর্নফ্লাওয়ার দিয়ে এগ বিটার দিয়ে বিট করতে হবে ৫-৭ মিনিট। অন্য একটি পাত্রে চিনি, এলাচ ও পানি মিশিয়ে সিরা তৈরি করে নিন। একটু ঘন সিরা হবে তবে তার করা যাবে না। সিরা ঘন হলে নামিয়ে লেবুর রস দিতে হবে।
ফ্রাই প্যানে তুলুম্বা ভাজার জন্য তেল গরম করে নিন। তেল খুব বেশি গরম হবে না। খামির একটি পাইপিং ব্যাগে ঢেলে নিন। পাইপিং ব্যাগের এক কোণে কেটে স্টার নজেল লাগিয়ে নিন। এবার তেলের উপর পাইপিং ব্যাগ চাপ দিয়ে ধরে ছোট ছোট তুলুম্বা তৈরি করুন। তুলুম্বা অল্প আঁচে মচমচে করে ভেজে তেল থেকে তুলে গরম সিরায় দিন। ৩০ সেকেন্ডের মতো সিরার মাঝে ডুবিয়ে নিন। এবার তুলে পরিবেশন করুন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা।
সূত্র: ঢাকা পোষ্ট