শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫ || ১০ আশ্বিন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী বইমেলায় মুহিব্বুল্লাহ কাফির ‘গল্পের ভাঁজে ভাঁজে সিরাত’

ইসলামী বইমেলায় মুহিব্বুল্লাহ কাফির ‘গল্পের ভাঁজে ভাঁজে সিরাত’
সংগৃহীত

প্রকাশিত হয়েছে রাসুল (সা.)-এর জীবন ও মুজিজা বিষয় সিরাত গ্রন্থ ‘গল্পের ভাঁজে ভাঁজে সিরাত’। বইটি লিখেছেন তরুণ লেখক মুহিব্বুল্লাহ কাফি। 

লেখক মুহিব্বুল্লাহ কাফি ছোটদের জন্য লেখতে ভালোবাসেন। দুহাত ভরে শিশুকিশোরদের উপযোগী গল্প লেখতে স্বাচ্ছদ্যবোধ করেন। বইটিতে নবী জীবনের ৬টি  মুজিজার ঘটনাকে ছোটদের গল্পের আকারে উপস্থাপন করেছেন লেখক।

এই বইয়ে লেখক মূলত পৃথিবীর শ্রেষ্ঠ মানবের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। প্রত্যেকটি গল্পের রেফারেন্স দিয়েছেন পবিত্র কোরআন, সিহাহ সিত্তাহ, আল বিদায়া ওয়ান নিহায়া, সীরাতে ইবনে হিশাম প্রভৃতি কিতাব থেকে।

বই পরিচিতি

বই- গল্পের ভাঁজে ভাঁজে সিরাত 
লেখক- মুহিব্বুল্লাহ কাফি 
ধরন- শিশু-কিশোর সিরাত গল্প
প্রকাশন- রাহনুমা প্রকাশনী 
প্রচ্ছদ- মানজুর আশরাফী
অঙ্গসজ্জা- মুহাম্মদ রাশেদ
প্রচ্ছদ মূল্য- ১৪০
স্টল নং- ৬৭-৬৮

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম