বাংলাদেশ থেকে পালিয়ে বিনা পাসপোর্টে ভারতে কীভাবে গেছেন পিনাকী ?
ভারতে কোন সিস্টেম আছে, কীভাবে তারা vetting করে, সেটা তাদের রাষ্ট্রীয় নীতি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাচন, প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ আলাদা কাঠামোয় চলে, এবং সেটি আন্তর্জাতিক মানদণ্ড মানে। এখানে family background দিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই, আবার family background দিয়ে কাউকে শাস্তি দেওয়ারও নিয়ম নেই।
বাংলাদেশ মিলিটারি একাডেমি এমন এক জায়গা যেখানে মেধা, শারীরিক সক্ষমতা, চরিত্র, নেতৃত্ব এবং পারফরম্যান্স ছাড়া আর কিছুই কাজে লাগে না। অনেক সিনিয়র অফিসারের সন্তানরাও বারবার চেষ্টা করে ভর্তি হতে পারেনি। আবার কেউ ভর্তি হলেও দুর্বল পারফরম্যান্স বা শৃঙ্খলাভঙ্গের জন্য বহিষ্কার হয়েছে।
এখানে “বাবা কে, চাচা কে, পরিবার কী” এসব কোনো কাজে লাগে না। লাগে নিজের যোগ্যতা।
যদি family background দিয়ে বিচার-শাস্তি শুরু হয়, তাহলে পুরো সিস্টেমেই অন্যায় ঢুকে পড়বে। সেনাবাহিনীর মতো ডিসিপ্লিনড প্রতিষ্ঠানে এটা আত্মঘাতী। কারণ এতে যোগ্যরা হতাশ হবে, আস্থা ভেঙে যাবে, মনোবল নষ্ট হবে এবং মেধাভিত্তিক কাঠামো ভেঙে পড়বে।
BMA-এর ট্রেনিং, মূল্যায়ন এবং সম্মান সম্পূর্ণ ব্যক্তির পারফরম্যান্সের উপর দাঁড়িয়ে আছে। এখানে award মানে ব্যক্তির অর্জন, পরিবারের ইতিহাস না। “জন্মের বিরুদ্ধে মূল্যায়ন” যে চেতনা জুলাই আন্দোলনে উঠেছিল, BMA সেই নীতিতে বহুদিন ধরেই চলে।
রাষ্ট্রের নিরাপত্তা মানে ঝুঁকি দেখা, কিন্তু বিচার মানে ন্যায্যতা রক্ষা করা। কারও বাবা কী করেছে, কোথায় গেছে, তা সন্তানের মেধা ও অর্জন মুছে দেয় না। বাংলাদেশ সেনাবাহিনী সেই ন্যায্যতাই ধরে রেখেছে।
সোজা কথা:
BMA যোগ্যতাকে সম্মান দেয়, রক্তের সম্পর্ককে না।
এটাই পেশাদার বাহিনীর পরিচয়, এটাই সঠিক প্রক্রিয়া।
এবার পিনাকী সাহেব আপনাকে বলছি-
আপনি নিজেকে ঘোর হাসিনা বিরোধী বলেন। ডিজিএফআইয়ের নামে ভুয়া ফোন কলে দেশে লুকিয়ে থাকলেন। তারপর রাতের অন্ধকারে ভারতের বর্ডার দিয়া বিনা পাসপোর্টে ঢুকে গেলেন।
বাংলাদেশের কেউ যদি এমন করত তাহলে আপনারাই বলতেন, ভারত কখন এসব মানুষকে রাখে? কিন্তু তারা আপনাকে রেখেছে তো। শুধু রাখেই নাই, বিনা পাসপোর্টে বর্ডার পার হওয়ার পর ওপারে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করেছে। তারপর আবার আপনি সেই ভারত থেকেই চলে গেলেন এমন দেশে যেখানে ভারতীয় নাগরিকদের ভিসা লাগে না। এই বিশেষ সুবিধা, এই অস্বাভাবিক সুরক্ষা, এই মসৃণ পথচলা নিয়ে কোনো প্রশ্ন নেই কেন? আপনি কার ল্যাসপেন্সার গিরি করে সেটা তো পানির মতো পরিষ্কার। দাদাভাইদের লোক হয়ে বাংলাদেশিদের গালাগালি করবেন সেইটাই তো স্বাভাবিক নাকি?
আর একটা কথা- মেধা থাকবে নাকি কোটা থাকবে আপনারাই বলে দেন।
হাসিনা যেমন মেধাবী শিক্ষার্থীদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কারণে বৈষম্যের শিকার করেছেন, রাজাকারের বাচ্চা/নাতি-পুতি বলে; সেই পথেই কি এই নতুন বাংলাদেশ হাঁটবে আগের আমলের লোকজনের তকমা পাওয়াদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে? নাকি মেধার মূল্যায়ন করবে, যে কারণে ২৪ এর আন্দোলন শুরু হয়েছিলো, যে স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম, আপনারাই বলে দেন।
#PinakiBhattacharya #SheikhHasina
#AwamiLeague #india #fakenews #genz #trendingpost #modi #BJPGovernment














