রোববার   ১১ জানুয়ারি ২০২৬ || ২৭ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:৩৫, ১০ জানুয়ারি ২০২৬

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট নিরসনের দাবি

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট নিরসনের দাবি
সংগৃহীত

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। 

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। 

মানববন্ধনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমানে গ্যাসের দাম আকাশচুম্বী। রেগুলেটরি কমিশন প্রতিমাসে এলপি গ্যাসের দাম বাড়াচ্ছে। এলপি গ্যাস এবং পরিবহনে যেসব গ্যাস ব্যবহার করা হয়, দুটোই একই জিনিস। এই গ্যাস গাড়িতে ব্যবহার করা হলে, সেটিকে বলা হয় এলপিজি। এটির দাম হচ্ছে ৫৯ টাকা। আবার একই গ্যাস যখন রান্নার কাজে ব্যবহার করা হয়, তখন সরকারের নির্ধারিত দাম হচ্ছে ১১৪ টাকা। সবকিছু একই, কিন্তু দাম বেড়ে গেছে দ্বিগুণ।

তিনি বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা হলেও তা খোলা বাজারে ডিলাররা বিক্রি করছে ২২০০ থেকে ২৫০০ টাকা। যে গ্যাসের দাম হওয়ার কথা ছিল ৭২০ টাকা, সেই গ্যাস ২৫০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। আজকে জ্বালানি উপদেষ্টার উচিত ছিল, গ্যাসের দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। নিয়ন্ত্রণে না আনতে না পারার কারণে আজকে জ্বালানি উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল  

এলপি গ্যাসের বাজার একটি শক্তিশালী সিন্ডিকেটের দখলে আছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষদেরকে বাঁচাতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জেহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান প্রমুখ।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ