জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

জয়পুরহাট সদরের বড় তাজপুর গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে জহির উদ্দিন (৫২) তার স্ত্রীকে দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া বেগম মারা যান। পরে তিনি বাড়ির টয়লেটে লুকিয়ে থাকেন। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে তাকে আটক করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম জানান, দাম্পত্য জীবনে নানা বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।