বুধবার   ০২ জুলাই ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:৩২, ১ জুলাই ২০২৫

অ্যাপল

আইফোনের প্রসেসর দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল

আইফোনের প্রসেসর দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল
সংগৃহীত

অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে অপেক্ষাকৃত সস্তা ম্যাকবুক এয়ার। তবে চমকপ্রদ বিষয়টি হলো—এই ম্যাকবুকে আইফোনের চিপ ব্যবহার করা হবে। এমনই দাবি করেছেন তাইওয়ানের প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুও।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কুও জানান, নতুন এই ম্যাকবুকটির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।

১৩ ইঞ্চি মাপের হালকা এই ল্যাপটপে থাকবে আইফোন ১৬ প্রো-তে ব্যবহৃত এ১৮ প্রো চিপ। ম্যাকের এম-সিরিজ চিপের তুলনায় এটি তুলনামূলক কম শক্তিশালী হলেও এটি ২০২০ সালের ম্যাকের এম ১ চিপের সমতুল্য। ফলে দৈনন্দিন কাজের জন্য এটি যথেষ্ট হবে বলেই ধারণা বিশ্লেষকদের।

কুও এর মতে, ২০২৬ সালে অ্যাপল এই ডিভাইসের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট উৎপাদন করবে। ডিভাইসটি গোলাপি ও হলুদ রঙে আসতে পারে। এর সঙ্গে থাকবে প্রচলিত সিলভার (ধূসর) রঙও।

বর্তমানে ম্যাকবুক এয়ারের দাম শুরু হয় ৯৯৯ ডলার থেকে। তাই এ১৮ প্রো চিপযুক্ত সস্তা ম্যাকবুক এয়ার বাজারে এলে কম বাজেটের ব্যবহারকারীদের মধ্যে ম্যাকবুকের চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপলের মোট ম্যাক বিক্রির মধ্যে ম্যাকবুক এয়ারের অংশ ছিল ৩৩ শতাংশ। তবুও বিশ্ববাজারে অ্যাপল মাত্র ৯ দশমিক ২ শতাংশ কম্পিউটার বাজার দখল করে। ডেল, এইচপি ও লেনোভোর মতো ব্র্যান্ডগুলো অ্যাপলের চেয়ে অনেক বড় বাজার দখল করে আছে।

এ ১৮ প্রো চিপে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ থাকায়, এই সস্তা ল্যাপটপ নতুন করে অনেক ব্যবহারকারীর কাছে এআইভিত্তিক ফিচারগুলো পৌঁছে দিতে পারবে বলেও মনে করা হচ্ছে।

তবে এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: আজকের পত্রিকা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ