বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ || ২৮ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:২০, ৪ জুলাই ২০২৪

চাকরিতে এফএফ কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল

চাকরিতে এফএফ কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল
সংগৃহীত

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা (এফএফ) কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আদালত রাষ্ট্রকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) করতে বলেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। “আপাতত হাইকোর্টের রায় যেমন আছে তেমনই থাকুক। রায় প্রকাশিত হলে, আপনি একটি নিয়মিত আপিল দায়ের করুন. আমরা শুনব,” আপিল বিভাগ শুনানিতে রাষ্ট্রকে বলেছে।

“একটা আন্দোলন হোক। রাজপথে আন্দোলন করে হাইকোর্টের রায় বদলাতে পারবেন? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন এবং রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, আপিল বিভাগে পরবর্তী শুনানি পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে। গত ৯ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির এফএফ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে চেম্বার আদালত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ওই দিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির এফএফ কোটা পদ্ধতি বাতিলের হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকবে, না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপিল বিভাগ।

গত ৯ জুন সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা (এফএফ) কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে সরকার।

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির এফএফ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল যথাযথ ঘোষণা করেন।

4 অক্টোবর 2018, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা ব্যবস্থা তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি সার্কুলার জারি করে। মন্ত্রিসভা কোটা বাতিলের সিদ্ধান্তের একদিন পর এই পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

শিরোনাম