আবহাওয়ার পূর্বাভাস
গরমে জ্বলছে শরীর, ঢাকায় আজ যখন বৃষ্টি হতে পারে

আকাশ মেঘে ঢাকা থাকলেও আজ ঢাকায় প্রচন্ড গরম অনুভব হচ্ছে। গরম কমার খুব বেশি সম্ভাবনা না থাকলেও আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৯ শতাংশ।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গুগলের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার আবহাওয়া ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে এ সময় ৪১ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হবে।
আজকের দিনে মোট ২ দশমি ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। যা প্রায় ১ দশমিক ৫ ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা প্রায় ২৬ শতাংশ।
আজ বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ৭ কি.মি প্রতিঘণ্টা। তবে মাঝে মাঝে ১৯ কি.মি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
সাগরে লঘুচাপের আভাস, বাড়বে বৃষ্টিপাত আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী পাঁচদিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সূত্র: ঢাকা পোষ্ট