নির্বাচনী প্রচারণায় কম্বল বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় স্বতন্ত্র (চিংড়ি প্রতীক) প্রার্থীর সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৬ পিস কম্বল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কম্বল বিতরণ করছেন- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৬ পিস কম্বল জব্দ করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং কম্বল জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোষ্ট




.jpg)



