মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৪৩, ২৭ জানুয়ারি ২০২৬

বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে
সংগৃহীত

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক মো. শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর দায়রা জজ আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। 

দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, দায়িত্বে থাকাকালে শাহ আলম বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় থ্রি-হুইলার, মিনি ট্রাকসহ শত শত যানবাহনের ভুয়া ও অবৈধ রেজিস্ট্রেশন অনুমোদন দেন। এসব কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দুদক সূত্র জানায়, শাহ আলমের বিরুদ্ধে প্রায় ১২০০টির বেশি অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন অনুমোদনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে আসে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল বিআরটিএতে দায়িত্ব পালনকালে তিনি অবৈধ রেজিস্ট্রেশনের একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। এর আগে পিরোজপুর ও ঝালকাঠিতে দায়িত্ব পালনকালেও বিপুল সংখ্যক অবৈধ যানবাহনের রেজিস্ট্রেশন অনুমোদন দেন তিনি।

২০২২ সালে পুনরায় বরিশাল বিআরটিএতে যোগদানের পর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ২৫৫টি গাড়ির অসঙ্গতিপূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করেন। বিষয়টি প্রকাশ্যে এলে বিআরটিএর উপপরিচালক (প্রশাসন), ঢাকা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত চলাকালেও তিনি অনিয়ম অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আরও প্রায় ৮৯টি গাড়ির ভুয়া রেজিস্ট্রেশন দেওয়ার তথ্য পায় তদন্তকারী সংস্থাগুলো। এসব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মালিকদের ঠিকানা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হলেও বরিশাল বিআরটিএ অফিস থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়, যা প্রচলিত আইন ও অফিস আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, অবৈধ রেজিস্ট্রেশন ও দুর্নীতির মামলায় শাহ আলম দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে সোমবার স্থায়ী জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ