শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০০, ৩০ জানুয়ারি ২০২৬

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান 

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান 
সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর শুধু বগুড়া নয় সারাদেশই বঞ্চিত ছিল। এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে। গতকাল রাত ১২ টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমান নির্বাচনি জনসভায় এসব কথা বলেন। 


একই দিনে নওগাঁর জনসভা থেকে তারেক রহমানের বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়। নওগাঁ থেকে বগুড়ার রাস্তাসহ বিভিন্ন জায়গায় লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জনসভার মাঠ ও আশপাশের এলাকা।
বগুড়ার জনসভায় বগুড়ার মানুষের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ...সতর্ক থাকতে হবে, যেন বগুড়ার ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় করা উন্নয়নমূলক কাজের বর্ননা করতে গিয়ে বিএনপির দলীয় প্রধান বলেন, সরকারের আইন-কানুনের মধ্য থেকে বিধি অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে তা করেছি। বগুড়া ছিল আমার কাছে মডেল জেলার মত। আমি চিন্তা করেছিলাম বাকি ৬৩ জেলা কিভাবে সাজাব। শুধু বগুড়াকে নিয়ে চিন্তা করলে হবে না। সারা বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। সারাদেশের উন্নয়ন করতে হবে। ...বিগত ১৫ বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। ১৫ বছর শুধু বগুড়া নয় সারাদেশই বঞ্চিত ছিল। 
২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ার মানুষ যেভাবে তাকে পেয়েছে, এবারের অবস্থা ভিন্ন বলে বর্ণনা করে তারেক রহমান বলেন, এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে। শুধু নিজেদের কথা ভাবলে হবে না।
বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেবার নেই আমার, আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে আমার। ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে মিটিং করছি, এই যে রাজনীতি করছি; আমার স্ত্রী যদি সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না, পারতাম? উনি (জুবাইদা রহমান) আছেন বলেই আমি পেরেছি।
তারেক রহমান প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, এই আসন ছিল আমার মায়ের। সেই আসনেই আমি নির্বাচন করছি। বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে সুষম উন্নয়ন হবে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। প্রচার গাড়ি থেকে জনসভার মঞ্চ- দুজন সবসময়ই কাছাকাছি দেখা গেছে।
স্ত্রীর এই সহযোগিতাকে সম্মান জানিয়ে তারেক রহমান বলেন, ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি-সমর্থন আপনারা দেন; তাহলে ইনশাআল্লাহ; আগামী দিনকে বাংলাদেশকে আমরা একটি ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব। বক্তব্যের শেষে বগুড়ার বাকী ছয়টি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একই সাথে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। তারেক রহমান বগুড়া সদর আসনে তার জন্য বগুড়ারবাসির কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গণদোয়া করা হয়। 
আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা