মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৮:৪৩, ১২ অক্টোবর ২০২৫

ব্যাংকিং টিপস

নিরাপদ থাকতে হালনাগাদ রাখুন তথ্য

নিরাপদ থাকতে হালনাগাদ রাখুন তথ্য
সংগৃহীত

ব্যাংকে নিরাপদ ও সহজে লেনদেন করতে হলে কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— তথ্য হালনাগাদ রাখা। অনেক সময় আমরা এই বিষয়টি এড়িয়ে যাই, কিন্তু সময়মতো তথ্য আপডেট না থাকলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।

চলুন দেরি না করে জেনে নেই কেন ও কীভাবে তথ্য হালনাগাদ রাখা জরুরি।

কেন তথ্য হালনাগাদ রাখা দরকার?

নিরাপত্তার জন্য : আপনার ঠিকানা, মোবাইল নম্বর বা ই-মেইল যদি পুরনো থাকে, তাহলে ব্যাংক আপনার সঙ্গে জরুরি যোগাযোগ করতে পারবে না। এতে প্রতারণা বা স্ক্যামের ঝুঁকি বেড়ে যায়।

সেবা পেতে সুবিধা হয় : অনেক ব্যাংক নতুন অফার বা সেবা নিয়ে গ্রাহকদের জানায়। সঠিক তথ্য না থাকলে আপনি সেই সুযোগগুলো মিস করতে পারেন।

ট্রানজেকশন অ্যালার্ট পাওয়ার জন্য : টাকা জমা, উত্তোলন বা লেনদেন সংক্রান্ত মেসেজ পেতে হলে মোবাইল নম্বর আপডেট থাকা দরকার। তা না হলে আপনি বুঝতেই পারবেন না আপনার অ্যাকাউন্টে কী ঘটছে।

নতুন প্রযুক্তি ব্যবহার : এখন অনেক ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদি চালু হয়েছে। এসব ব্যবহারের জন্য সঠিক তথ্য থাকতে হয়।

কী কী তথ্য হালনাগাদ রাখা উচিত?

- মোবাইল নম্বর

- বর্তমান ঠিকানা

- ই-মেইল অ্যাড্রেস (যদি থাকে)

- জাতীয় পরিচয়পত্র বা NID নম্বর

- পেশাগত তথ্য (চাকরি বা ব্যবসা পরিবর্তন হলে)

তথ্য হালনাগাদ করবেন কীভাবে?

ব্যাংকে সরাসরি গিয়ে : আপনার ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে একটি ফর্ম পূরণ করে তথ্য আপডেট করতে পারেন। জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিতে ভুলবেন না।

অনলাইন ব্যাংকিং বা অ্যাপে : কিছু ব্যাংক তাদের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য আপডেট করার সুযোগ দেয়। তবে এর জন্য আপনার আগে থেকেই অনলাইন অ্যাকাউন্ট থাকতে হবে।

কাস্টমার কেয়ারে যোগাযোগ করে : প্রয়োজনে ব্যাংকের হেল্পলাইন নম্বরে কল দিয়ে তথ্য আপডেটের পদ্ধতি জেনে নিতে পারেন।

কিছু অতিরিক্ত পরামর্শ

- নিজের তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না, বিশেষ করে মোবাইল নম্বর ও OTP।

- ফেক কল বা মেসেজ এলে সতর্ক থাকুন এবং ব্যাংককে জানান।

- নিয়মিত আপনার অ্যাকাউন্ট চেক করুন, কোনো অস্বাভাবিক কিছু হলে দ্রুত ব্যবস্থা নিন।

তথ্য হালনাগাদ রাখা মানে শুধু ব্যাংকের নিয়ম মানা নয়, এটা আপনার টাকা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় ধাপ। কাজটি খুব কঠিন কিছু নয়, কিন্তু সময়মতো না করলে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাই আর দেরি নয়, এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেক করুন এবং প্রয়োজনে আপডেট করুন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম