শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:১২, ২৮ জানুয়ারি ২০২৬

বন্ধের তালিকায় থাকা ৫ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় দরপতন

বন্ধের তালিকায় থাকা ৫ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় দরপতন
সংগৃহীত

দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে, মঙ্গলবার এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ দিয়ে বাকি ৬টিকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে বন্ধের তালিকায় থাকা ৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ওই পাঁচটি প্রতিষ্ঠানেই বুধবার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দরপতন হয়েছে। বিপরীতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া ৩টির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় বেড়েছে।

দীর্ঘ সময় ধরে বন্ধ হওয়ার আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অ্যাভিভা ফাইন্যান্স ছাড়া বাকি ৮টি কোম্পানি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত বন্ধের তালিকায় রয়েছে- ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আর বন্ধের তালিকা থেকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ পেয়েছে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বন্ধের তালিকায় থাকা ফাস ফাইন্যান্সের শেয়ারদর আজ ৮ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় এবং প্রিমিয়ার লিজিংয়ের দর ৭ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৩ পয়সায় নেমেছে। এছাড়া, ফারইস্ট ফাইন্যান্সের দর ৮ পয়সা বা প্রায় ১০ শতাংশ কমে ৭৪ পয়সায়, পিপলস লিজিংয়ের দর ৮ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর ৭ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়ে ৬৬ পয়সায় নেমেছে। এই পাঁচটি প্রতিষ্ঠানেই আজ সামান্য পরিমাণ শেয়ার হাতবদল হয়েছে। অর্থাৎ বড় দরপতন হওয়া সত্ত্বেও বন্ধ হওয়ার তালিকায় থাকায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না।

এদিকে, জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর আজ ১০ পয়সা বা প্রায় ৬ শতাংশ বেড়ে ১ টাকা ৯০ পয়সা বেড়েছে। এছাড়া, প্রাইম ফাইন্যান্সে ১০ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়ে ১ টাকা ৪০ পয়সায় এবং বিআইএফসির শেয়ারদর ১০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ১ টাকা ৬০ পয়সায় উঠেছে। উল্লেখ্য, সার্কিট ব্রোকারের নির্ধারিত সীমা অনুযায়ী, একদিনে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি/পতন হতে পারে। আজ এই তিনটি কোম্পানির শেয়ারদর ৬, ৭, ৮ শতাংশ হারে বাড়লেও এটিই ছিলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা।

এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে গুঞ্জন ওঠে আগের তালিকায় থাকা ৯টি এনবিএফআইয়ের সবগুলো অবসায়নে যাচ্ছে না। তবে, কোন কোম্পানি অবসায়নে যাচ্ছে, আর কোনটি যাচ্ছে না, সেই সিদ্ধান্ত ছিলো পুরোপুরি অন্ধকারে। এতে, গত সপ্তাহে তালিকাভুক্ত ৮টি এনবিএফআইয়ে অস্বাভাবিকভাবে দরবৃদ্ধি হতে দেখা যায়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা