শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫ || ১০ আশ্বিন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:৪৭, ২৮ জুলাই ২০২৫

শাহীনের ব্যাট রপ্তানি হচ্ছে ১৪ দেশে

শাহীনের ব্যাট রপ্তানি হচ্ছে ১৪ দেশে
সংগৃহীত

রাজশাহীর এমকেএস স্পোর্টস তৈরি করছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন পেয়েছে এমকেএস স্পোর্টস। রাজশাহী নগরীর বারো রাস্তার মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে এমকেএস স্পোর্টস নামের ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। ২০০৪ সাল থেকে ক্রিকেট ব্যাটের প্রকৌশল নিয়ে কাজ করছেন রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যুক্ত হন ইমরুল কায়েস ও মেহদী হাসান মিরাজ। দেশ-বিদেশের ক্রিকেটারদের হাতে এই প্রতিষ্ঠানের ব্যাট শোভা পাচ্ছে। এই প্রতিষ্ঠানে ৬০ জনের বেশি কর্মী কাজ করছেন। ১৪টি দেশে রপ্তানি হচ্ছে এখনকার ব্যাট।

২০২৪ সালে এমকেএস স্পোর্টসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘ব্যাট-ডক্টর’ হিসেবে শাহীনের অভিজ্ঞতা রয়েছে টেন্ডুলকার-বিরাট কোহলির মতো তারকাদের ব্যাট নিয়েও কাজ করার। ‘মেড ইন বাংলাদেশ’ লেখা ব্যাট নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটারসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা মাঠে নামছেন। বাংলাদেশের ক্রীড়াসংশ্লিষ্ট খাতকে কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটছে। দেশে প্রতিবছর পার্শ্ববর্তী দেশগুলো থেকে ১০–১২ লাখ ব্যাট বাংলাদেশে আমদানি করা হয়। এই বাজারের আকার ১৫০ থেকে ২০০ কোটি টাকা। সেই খাতে দেশের তরুণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কাজ করছেন। এমনই এক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

শিরোনাম