স্কুইড গেম অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ও ‘স্কুইড গেম’-এর তারকা লি জং জে-এর নাম ভাঙিয়ে অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী।
জে টিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ওই নারীর কাছ থেকে মোট ৫ কোটি দক্ষিণ কোরিয়ান ওয়ান হাতিয়ে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকারও বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লি জং জে-এর এক ভক্ত হিসেবে পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করে প্রতারকরা। তারা কৃত্রিম ছবি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বিশ্বাস করায় যে, তার সঙ্গে কথোপকথন করছেন আসল অভিনেতাই।
এক পর্যায়ে প্রতারকরা ঘনিষ্ঠতার ভান করে তাকে ‘হানি’, ‘ডার্লিং’ ইত্যাদি সম্বোধন করতে থাকে এবং দেখা করার অজুহাতে অর্থ দাবি করে। ধাপে ধাপে ছয় মাসে মোট ৫ কোটি ওয়ান হাতিয়ে নেয় তারা।
সাম্প্রতিক বছরগুলোতে কে-পপ ও কে-ড্রামা তারকাদের নাম ব্যবহার করে এমন প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি ব্যবস্থাপনা সংস্থা এ ধরনের প্রতারণার নিন্দা জানিয়ে ভক্তদের সতর্ক থাকতে বলেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
এ ঘটনার বিষয়ে লি জং জে বা তার প্রতিনিধি দল এখনো কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, অভিনেতা লি জং জে বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘নাইস টু নট মিট ইউ’-এর শুটিংয়ে, যেখানে তার সহঅভিনেত্রী ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি ইয়ন।
‘স্কুইড গেম’-এর সাফল্যের পর লি জং জে পা রেখেছেন হলিউডেও। সম্প্রতি তাকে সৌদি আরবে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ইউটিউবার মিস্টার বিস্ট ও শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে।
সূত্র: কালবেলা