বুধবার   ০৫ নভেম্বর ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৬, ৪ নভেম্বর ২০২৫

চীনের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

চীনের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো দল। ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষ করেই চীনে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মূলত, ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপের অংশ হিসেবেই এই দুই দল মুখোমুখি হবে।

ঘরের মাঠে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এর পরপরই চীনের বিমানে চেপে বসবেন মেয়েরা।

বিসিবি অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচক ও সাবেক পেসার সজল চৌধুরি চীন সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচগুলো হবে চীনের সিনিয়র দলের সঙ্গে।

গণমাধ্যমকে এ প্রসঙ্গে সজল চৌধুরী বলেন, ‘ডিসেম্বরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যারা খেলবে তারাই চীনে যাবে। যদি কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হন, তখন কিছু পরিবর্তন হতে পারে। এ ছাড়া দলে কোনো পরিবর্তন আসবে না।’

বিসিবি অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচক আরও জানান, চীন সফর চূড়ান্ত হলেও এখনো সফরসূচি নির্ধারিত হয়নি। দেশটিতে বর্তমানে আবহাওয়া প্রচুর ঠান্ডা থাকায় উপযুক্ত জায়গায় ম্যাচগুলো আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

শিরোনাম