ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে, বাজারে দামে স্বস্তি
দেশের বাজারে আদার চাহিদা বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি পূরণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে। এর ফলে পাইকারি ও খুচরা বাজারে আদার মূল্য কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ১৬ হাজার ৯৪৫ টন আদা আমদানি হয়েছে। যার আর্থিক মূল্য ২০৫ কোটি ৯০ লাখ টাকা। গত অর্থ বছরের একই সময়ে আদা আমদানির পরিমাণ ছিল ১৫ হাজার ৩০৮ টন, মূল্য ১৮২ কোটি ৪৫ লাখ টাকা। হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে আদা আমদানি বেড়েছে ১ হাজার ৬৩৭ টন।
আমদানি বাড়ার প্রভাব পড়েছে বাজারে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে রোববার (৩০ নভেম্বর) খুচরা পর্যায়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকার মধ্যে। এক মাস আগেও এ দাম ছিল ১৭০-১৮০ টাকা, ফলে বাজারে স্পষ্ট মূল্য হ্রাস লক্ষ্য করা গেছে।
মেসার্স সরদার স্টোরের বিক্রেতা আবদুল মান্নান বলেন, “গত মাসে আমদানির চাপ কম থাকায় দাম বেশি ছিল। এখন ভোমরা বন্দর দিয়ে নিয়মিত ট্রাক আসছে, তাই পাইকারিতে দাম কমে গেছে। খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।”
ক্রেতাদের মধ্যেও স্বস্তির আমেজ। সুলতানপুর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা আশিকুর রহমান বলেন, “আগে কেজিতে ১৭০-১৮০ টাকা দিতে হতো। এখন ১১৫-১২০ টাকায় পাওয়া যায়। রান্নার খরচ কিছুটা হলেও কমেছে এটা আমাদের জন্য স্বস্তির।”
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “স্থানীয়ভাবে নতুন আদার সরবরাহ শুরুর পাশাপাশি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় বাজারে চাপ কমেছে। ফলে খুচরা দাম দ্রুত নেমে এসেছে।”
ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি ও স্থানীয় উৎপাদন উভয়ই বাড়তে থাকলে বাজার আরও স্থিতিশীল থাকবে। তবে বৈশ্বিক বাজার, পরিবহন ব্যয় ও নীতিগত সিদ্ধান্তের ওপর ভবিষ্যৎ মূল্য নির্ভর করবে বলেও তারা মত দেন।
সূত্র: ঢাকা পোষ্ট











