সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ || ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:২১, ৭ ডিসেম্বর ২০২৫

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি, কোনটি সেরা?

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি, কোনটি সেরা?
সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রসাধনীর ভেদাভেদ বেড়েই চলেছে। হাতের ক্রিম, ঠোঁটের ক্রিম, মুখের ক্রিম কিংবা পায়ের ক্রিম– প্রতিটি অঙ্গের জন্য আলাদা। আবার সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের জন্য আলাদা লোশন। প্রসাধনীর এমন বাহুল্যেই যেন ত্বকের যত্নে বাড়ে বিড়ম্বনা। 

এ দিকে আপনার দাদিমার ঘরে খুঁজলে আজও পাওয়া যায় পেট্রোলিয়াম জেলির কৌটা আর পুরোনো গ্লিসারিনের শিশি। আর আপনি ব্যবহার করেন বাহারি প্যাকেজিংয়ের দামি ময়েশ্চারাইজার, আর তারা মাখেন সাদামাটা ক্রিম। অথচ তাদের মতো ফলাফল কেন আপনি পাচ্ছেন না, সেই নিয়ে অভিযোগের শেষ নেই। বরং কিছুদিন না হয় প্রাচীন প্রথার ওপর ভরসা রেখেই দেখুন! কিন্তু তখন প্রশ্ন উঠতে পারে– পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি ত্বকের জন্য সেরা?

ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতায় পেট্রোলিয়াম জেলি প্রায় ৯৯ শতাংশ কার্যকর। এটি ত্বকের ওপরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা ত্বকের ভেতরের আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না। অর্থাৎ, এটি আর্দ্রতা ভেতরে আটকে রাখে।

অন্যদিকে, গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা চুম্বকের মতো টেনে নেয়। ত্বকে মাখলে এটি পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভেতরে নিয়ে আসতে পারে। তাই হালকা ভেজা ত্বকের ওপর গ্লিসারিন মাখলে তা সবচেয়ে ভালো কাজ করে।

শীতের শুষ্ক সময়ে ত্বকের রুক্ষতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে বা হাইড্রেশনের জন্য এই দুটি উপাদানই ব্যবহৃত হয়। তবে আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে উপাদান দুটি ভিন্নভাবে কাজ করে–

পেট্রোলিয়াম জেলি

ভেতরের আর্দ্রতাকে ভেতরেই ধরে রাখে। কখনো কখনো ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে এনে শুষ্ক স্তরে পৌঁছে দেয়।

পেট্রোলিয়াম জেলিমাখার পরে ত্বকে সামান্য আঠালো ও চটচটে ভাব তৈরি হয়। প্রচণ্ড শুষ্ক, খসখসে এবং ছাল ওঠা ত্বকের জন্য এটি সেরা। ফাটা ঠোঁট, কনুই বা গোড়ালির শুষ্ক অবস্থা ফেরাতে এর জুড়ি নেই। একজিমার মতো চর্মরোগেও এটি খুব উপযুক্ত।

গ্লিসারিন

গ্লিসারিন পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকের প্রয়োজন মেটায়। এটা বেশ হালকা। ত্বকে তেলচিটে বা আঠালো ভাব তৈরি করে না। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য এটি সেরা। পেট্রোলিয়াম জেলির চেয়ে এটি ব্রণপ্রবণ ত্বকে বেশি ভালো কাজ দেয়। তবে খুব শুষ্ক আবহাওয়ায় এটি ত্বকের ভেতর থেকে আর্দ্রতা টেনে আনলে ক্ষতির আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞের পরামর্শ

শীতকালে প্রবল শুষ্ক ত্বকের জন্য সেরা পদ্ধতি হলো এই দুটি উপাদানের মিশ্র ব্যবহার। প্রথমে হালকা ভেজা ত্বকে গ্লিসারিন মেখে নিন। এটি ত্বকের আর্দ্রতা বাড়াবে। এরপর গ্লিসারিনের ওপর দিয়ে পেট্রোলিয়াম জেলি মেখে নিতে পারেন। এতে নিশ্চিত হওয়া যায় যে ত্বকের আর্দ্রতা বাইরে বেরোবে না।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ

শিরোনাম