শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:০৬, ৯ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজুরকে নিয়ে যা হয়েছে, তা ন্যক্কারজনক: বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা, ক্রিকেটের পর ফুটবলেও ‘কঠো

মুস্তাফিজুরকে নিয়ে যা হয়েছে, তা ন্যক্কারজনক: বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা, ক্রিকেটের পর ফুটবলেও ‘কঠো
সংগৃহীত

বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী জানিয়েছেন, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের নাগরিকেরা ব্যথিত। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হতে পারে।ভারতের ক্রিকেট লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা হয়েছে, তা ন্যক্কারজনক। এমনই দাবি করলেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী। ক্রিকেটের পর ফুটবল নিয়েও ‘কঠোর’ পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। দাবি, ভারতীয় বোর্ডের পদক্ষেপে বাংলাদেশের নাগরিকেরা ব্যথিত।শনিবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ফারুকী। লিখেছেন, ‘‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’’ ভারতে ‘সংখ্যালঘু নির্যাতনের’ প্রসঙ্গও টেনে এনেছেন ফারুকী। দাবি, ভারতে সংখ্যালঘু-নির্যাতন নিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছিল। মুস্তাফিজুরের বিরুদ্ধে পদক্ষেপ সেই ‘মোটিভ’ দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। এর পরেই ফুটবল নিয়েও পদক্ষেপের ইঙ্গিত দেন ফারুকী। লেখেন, ‘‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে (ভারতে) কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’’

সর্বশেষ