নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান, ৮০ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে লেদা এলাকায় ওই যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ।
আভিযানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিকশার চালক তার গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর দৌড়ে পালিয়ে যান। এ সময় চালকবিহীন ওই অটোরিকশায় তল্লাশি করে ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট


.jpg)

.avif)

.avif)




