মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫৯, ১৪ অক্টোবর ২০২৫

হাদিসে যে ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদের অধিকারী বলা হয়েছে

হাদিসে যে ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদের অধিকারী বলা হয়েছে
সংগৃহীত

প্রত্যেকদিন এবং প্রতিটি মুহূর্ত মানুষের জন্য ঘটনাবহুল। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি-কান্না—এমন সব ঘটনাপ্রবাহের মধ্যেই কাটে সময়। কখনো এমন পরিস্থিতি আসে যা আমাদের জন্য মেনে নেওয়া কষ্টকর। মনে হয় অন্যের জীবন আমার থেকেও সহজ। আমার ক্ষেত্রেই এমন বা এসব হচ্ছে কেন!

এমন সব ভাবনা ও কষ্টকর পরিস্থিতি ভেতরে ভেতরে আমাদের মানসিক সাহস কমিয়ে দেয় ও মনোবল ভেঙে দেয়। এই পরিস্থিতিগুলোতে আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এবং মনে করা উচিত পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা কেটে যাবে। খারাপ সময়ের পর আল্লাহ তায়ালা ভালো সময় দেখাবেন।

মানুষের সান্ত্বনার জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন বাণী রয়েছে, এমন থেকে উপকার অর্জন করা যেতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : যখন তোমাদের কেউ এমন ব্যক্তিকে দেখে যাকে মাল-সম্পদে, স্বাস্থ্য-সামর্থ্যে অধিক দেওয়া হয়েছে, তখন সে যেন নিজের চাইতে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। (বুখারি, হাদিস : ৬৪৯০)

অর্থাৎ, আমার থেকে কেউ ভালো থাকলে তার কথা খেয়াল করে মন খারাপ করা উচিত নয়। বরং সমাজের অনেকের থেকে আমি কতটা ভালো আছি তা ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। অন্য অনেকের থেকে আল্লাহ তায়ালা আমাকে যেসব নিয়ামত দিয়েছেন তা স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।

বর্তমানে পৃথিবী একটি অস্থির সময় পার করছে, এই সময় অনেক দেশের মানুষ নিজেদের ঘরবাড়ি, প্রিয়জন হারিয়েছেন, এরপরও তারা আল্লাহ তায়ালার উপর ভরসা করে আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তাদের কথা ভেবে সান্ত্বনা লাভ করা যেতে পারে।

নিজের পরিবার-পরিজনের সঙ্গে থাকতে পারা এবং ঠিকমতো খাবার গ্রহণ করতে পারা ব্যক্তিকে পৃথিবীর সব সম্পদ দেওয়া হয়েছে বলে এক হাদিসে উল্লেখ করেছেন মহানবী (সা.)। এক হাদিসে উবাইদুল্লাহ ইবনে মিহসান আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ঘরে অথবা গোষ্ঠীর মধ্যে নিরাপদে ও সুস্থ শরীরে সকাল করেছে এবং তার কাছে একদিনের খাবার আছে, তাকে যেন পার্থিব সমস্ত সম্পদ দান করা হয়েছে। (তিরমিজি, হাদিস : ২৩৪৬, ইবনু মাজাহ, হাদিস : ৪১৪১)

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম