মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫১, ২ আগস্ট ২০২৪

আরেকটি স্বচ্ছ ডিজাইনের ফোন আনলো নাথিং

আরেকটি স্বচ্ছ ডিজাইনের ফোন আনলো নাথিং
সংগৃহীত

আরেকটি ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ডিজাইনের ফোন আনলো নাথিং কোম্পানি। যার মডেল ‘নাথিং ফোন ২ এ প্লাস’। ট্র্যান্সপ্যারেন্ট ডিজাইনে এই ফোনে সর্বাধিক ১২ জিবি ব়্যাম পাওয়া যাবে। যা লঞ্চ করা হয়েছে দুটি ভ্যারিয়েন্ট।

কিছুদিন আগেই এই কোম্পানি বাজারে এনেছিল ২এ মডেল। এবার এলো আপডেট ভার্সন। ফোনটি কেনা যাবে ৮ ও ১২ জিবি র‌্যাম ভার্সনে। স্টোরেজ মিলবে ২৫৬ জিবি। কালো এবং ধূসর রঙে কেনা যাবে এই স্মার্টফোন।

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই ডিসপ্লে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস ৫। সর্বাধিক ১,৩০০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে ফোনে।

এতে অপারেটিং সফটওয়্যার রয়েছে অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৬। কোম্পানি জানিয়েছে, তিন বছর অ্যানড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই স্মার্টফোনে। ট্র্যান্সপ্যারেন্ট ডিজাইনের পাশাপাশি এতে ভিজ্যুয়াল নোটিফিকেশনের জন্য গিল্ফ ইন্টারফেস ফিচারও দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল, যা মূল ক্যামেরা। আর একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। এই ক্যামেরাতে পাবেন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

নাথিং ফোন ২এ প্লাস মডেলে প্রসেসর পাওয়া যাবে ৪এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো ৫জি প্রসেসর। সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। স্মার্টফোনের কানেক্টিভিটির জন্য রয়ের ৫জি, ৪জি, ব্লুটুথ ৫.৩ ইত্যাদি।

এই ফোনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৫৪ রেটিং। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০ এমএএইচ এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি, ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৬ মিনিট। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধাও রয়েছে। ফোনের ওজন ১৯০ গ্রাম।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ