ইংল্যান্ডে পর্তুগিজ তারকার বাসার দরজা ভেঙে চুরি
জানুয়ারির শুরুতে হ্যামস্ট্রিং চোটে পড়ে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা রুবেন দিয়াজ। দলের সঙ্গে না থাকলেও, গত বুধবার তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটির সঙ্গে গালাতাসারে’র ম্যাচটি দেখতে গিয়েছিলেন। ২-০ ব্যবধানে ইংলিশ জায়ান্টদের জয়ের সাক্ষী হলেও, পরবর্তীতে আসা খবরটি সুখকর ছিল না দিয়াজের জন্য। তার অনুপস্থিতিতে বাসায় ভাংচুর ও চুরির ঘটনা ঘটেছে।
বান্ধবী ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মায়া জামাসহ বাসার বাইরে ছিলেন রুবেন দিয়াজ। তারা ম্যানচেস্টার থেকে কিছুটা দূরে চেশায়ারে বাড়ি কিনেছিলেন। যেখানে চুরির ঘটনায় দু’জনই ‘ভীষণ মর্মাহত’ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দাবি করা হচ্ছে– ২৮ জানুয়ারি তাদের অনুপস্থিতিতে বাড়িটিতে ভাংচুর করে ঢুকে একাধিক সামগ্রী চুরি করা হয়। এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চেশায়ার পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘বুধবার ২৮ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটের কিছু পরে অ্যাল্ডারলি এজের একটি বাসায় চুরির খবর পাই। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়িতে জোরপূর্বক প্রবেশ করা হয়েছে এবং একাধিক সামগ্রী চুরি হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।’
জানা গেছে, দিয়াজ বাড়িতে ফিরে দেখেন তার বাসার বেশকিছু রুম তছনছ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিগত সম্পত্তি বেহাত হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। গত বছরের শেষদিক থেকেই তারা একসঙ্গে থাকতে শুরু করেছেন চেশায়ারে। দিয়াজ ম্যানচেস্টার সিটি সেন্টার ছেড়ে এখানে ওঠেন, আর জামা লন্ডন থেকে উত্তরে স্থানান্তরিত হন। এই ঘটনায় দিয়াজ ও তার বান্ধবী বেশ মর্মাহত বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ‘দ্য সান’।
ওই প্রতিবেদনে একটি সূত্র জানিয়েছে, ‘তারা ভীষণ বিধ্বস্ত। এটি তাদের প্রথম যৌথ বাসভবন, যা তাদের কাছে খুবই বিশেষ। সৌভাগ্যক্রমে ওই সময় তাদের কেউই বাড়িতে ছিলেন না, কিন্তু ব্যক্তিগত পরিসরে এভাবে কারও প্রবেশ ও নিরাপত্তা লঙ্ঘন হওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। বাড়িটি তারা খুব ভালোবাসেন, কারণ এটি খুবই শান্ত একটি গলির ভেতরে অবস্থিত, যেখানে প্রায় কোনো যান চলাচল নেই।’
পর্তুগাল ও ম্যানসিটির এই ডিফেন্ডার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে ওই সময় স্টেডিয়ামে ছিলেন। ইতিহাদ স্টেডিয়ামে জয়ের পর পেপ গার্দিওলার দলটি সরাসরি ইউসিএলের শেষ ষোলোতে উঠেছে। যদিও লম্বা সময় সিটির জার্সি গায়ে দেওয়া হবে না দিয়াজের। হ্যামস্ট্রিং চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে রয়েছেন। গালাতাসারের বিপক্ষে ম্যাচটিতে তিনি দর্শকসারিতে বসে দলকে সমর্থন জানান। অন্যদিকে, তার বান্ধবী মায়া জামা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন, যেখানে তিনি ‘লাভ আইল্যান্ড অল-স্টারস’–এর সর্বশেষ সিরিজ সঞ্চালনা করছেন।
সূত্র: ঢাকা পোষ্ট

















