বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ || ৩০ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬

হ্যাকারদের কবলে কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট

হ্যাকারদের কবলে কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট
সংগৃহীত

কক্সবাজারের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি দেখা যায়।

এ ছাড়া, ওয়েরবসাইটের ‘অ্যাবাউট’ অপশনে ‘7 PROXIES’ নামে একটি লোগো সংযুক্ত করা হয়। তবে কোন দেশ থেকে হ্যাক করা হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ওয়েবসাইটটি পুনরুদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী ঢাকা পোস্টকে রাত সাড়ে ১১টার দিকে বলেন, কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি, কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমরা যে কোম্পানি থেকে ডাটা ও ওয়েবসাইট সাপোর্ট নিয়েছি, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ওয়েবসাইট রিকভারি ও সমস্যার সমাধানে কাজ করছে। অধ্যক্ষ বলেন, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে কলেজের হিসাবনিকাশ, শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অটোমেশন সিস্টেমের ডাটা, কলেজের বিভিন্ন ইনফরমেশন এবং হাজিরা ব্যবস্থার তথ্য।

তিনি আরও বলেন, আমাদের কাছে ব্যাকআপ রয়েছে, তবে এ ঘটনায় আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছি। ‘সিস্টেম মেইনটেইন্স’ শেষ হলে আশা করি সাইটটি আবার দ্রুতই সচল হবে। ওয়েবসাইটে ভারতীয় পতাকা প্রদর্শনের বিষয়ে অধ্যক্ষ বলেন, এটা কাকতালীয় নয়। যারা এই কাজটি করেছে, তারা উদ্দেশ্যমূলকভাবেই করেছে। এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাকিল বলেন, কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে হ্যাকড হয়েছে। এর মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সাইটের বিষয়টি সমাধানে কাজ করছে বলে অবগত হয়েছি। ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য দেখে কেউ বিভ্রান্ত যাতে না হয় এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা না হয় সেজন্য আমরা শিক্ষার্থীসহ সবাইকে অনুরোধ জানাচ্ছি।

১৯৯৩ সালে কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠিত হয়। জেলার অন্যতম বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ