বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ || ৩০ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৫:৪৪, ১৪ জানুয়ারি ২০২৬

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একজন ব্যক্তি অবৈধ অস্ত্রগুলিসহ অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাঁধ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ