‘জীবননাশ হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হবো না’
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের দায়িত্ব ভোটের মাধ্যমে একটি দলকে নির্বাচিত করা। গত কয়েক বছরে আমরা সেখান থেকে বিচ্যুত হয়েছি। আমরা সঠিক যায়গায় নাই। এইবার আমরা প্রতিজ্ঞা করেছি, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।
প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন্দ্রের কমান্ডার। আপনাদের প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে, যদি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে জীবননাশও হয় তবুও আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হবো না। যারা এই প্রতিজ্ঞা নিয়ে যেতে পারবেন তারা আমাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন, আর যারা এই প্রতিজ্ঞা নিতে পারবেন না, দুর্বল চিত্তের, তারা আমাদের সঙ্গে আসার দরকার নেই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার কর্মকর্তা, সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় সবাইকে কড়া হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি।
রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর আলম বলেন, আমরা এমন একটা বাহিনী চাই, যারা জীবনের সর্বোচ্চ ত্যাগটুকু দিতে প্রস্তুত। আপনাদের কাছে ডিসি-এসপি বা যার ফোনই আসুক যেটা আপনার দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক সেটা পালন করবেন না। এই না বলা জাতি এখন আমাদের দরকার। আমাদের যুবসমাজ যেমন না বলতে শিখেছে, আজকে আমাদেরকেও সেই না বলতে শিখতে হবে। কোনো অন্যায় আমরা মাথা পেতে নেবো না। যারা ভয় পাবেন, দায়িত্ব পালন করতে পারবেন না, তারা আমাদেরকে আগেই জানাবেন। কিন্তু দায়িত্ব কাধে নিয়ে আর পেছনে ফেরা যাবে না, সেই সুযোগ নাই।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শারজিল, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, উপজেলা ভূমি অফিসার নাহিদ নিয়াজ শিশির, মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের অফিসার ও নির্বাচন অফিসারসহ বিভিন্ন কর্মকর্তারা।
সূত্র: ঢাকা পোষ্ট









