রোববার   ১২ মে ২০২৪ || ২৮ বৈশাখ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৬:৪৫, ২০ এপ্রিল ২০২৪

দেশে সোনার নতুন দাম নির্ধারণ

দেশে সোনার নতুন দাম নির্ধারণ
সংগৃহীত

দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৮৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।

শনিবার রেকর্ড দাম বাড়ার দুইদিনের মাথায় নতুন এ দাম নির্ধারণ করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে, বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ৬৫ টাকা বাড়ানো হয়। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।  

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শনিবার থেকেই দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়