বুধবার   ০৫ নভেম্বর ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৪, ৪ নভেম্বর ২০২৫

মুক্তি প্রতীক্ষায় কার্তিক-অনন্যার সিনেমা

মুক্তি প্রতীক্ষায় কার্তিক-অনন্যার সিনেমা
সংগৃহীত

এ বছরের দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া ৩’ এর দারুণ সাফল্যে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। দর্শক-সমালোচক সবার প্রশংসায় সিক্ত হয়েছিলেন তিনি। এবার সেই জয়ের ধারা ধরে বড়দিনে ফিরছেন আরও এক রোমাঞ্চকর চমক নিয়ে। আসছে বড়দিনে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। এই ছবির মধ্য দিয়েই আবারও নতুন ম্যাজিক তৈরি করতে চলেছেন বলিউডের এই তারকা।

সাম্প্রতিক বছরগুলোতে কার্তিক আরিয়ান নিজেকে ভারতীয় সিনেমার অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ঘরানার ছবিতে ধারাবাহিকভাবে হিট দিয়েছেন তিনি। এখন তার নামটাই যেন কোনো সিনেমার প্রথম দিনের শক্তিশালী ওপেনিংয়ের নিশ্চয়তা। স্বাভাবিক আকর্ষণ, সহজ-সরল ব্যক্তিত্ব এবং ক্রমবর্ধমান তারকাখ্যাতির কারণে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের বাণিজ্যিক সিনেমার মুখ যিনি একসঙ্গে তরুণ দর্শক ও পারিবারিক দর্শকদের মন জয় করছেন।

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’।’ ছবিতে কার্তিকের সঙ্গে রয়েছেন অনন্যা পান্ডে, বহু বছর পর আবারও জুটি বাঁধছেন তারা। দর্শকরা আবারও দেখতে পাবেন তাদের পর্দার রোমান্টিক রসায়ন।

ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস ও নামাহ পিকচার্স, পরিচালনায় রয়েছেন সমীর বিদওয়ানস, যার সঙ্গে কার্তিক আগেও জনপ্রিয় রোমান্টিক ড্রামা ‘সত্যপ্রেম কি কথা’-তে কাজ করেছেন।

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ দিয়ে যেন উৎসবের ছন্দ খুঁজে পেয়েছেন কার্তিক আরিয়ান। দীপাবলিতে হাসি ও আবেগে মাতিয়ে রাখার পর, এবার বড়দিনে ভালোবাসা ও সুরের মূর্ছনায় দর্শকদের মন জয় করতে প্রস্তুত তিনি। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্রজগতে উচ্ছ্বাস তুঙ্গে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

শিরোনাম