সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পাকাটি প্রামের সৌদি প্রবাসী মো. সাইয়েদ আহমেদ (৩২) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নিহতের ভাই মো. ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১১ জানুয়ারি সৌদি আরবের সময় বিকেল সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।
নিহত সাইয়েদ আহমেদ গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন ও শিরিন আক্তার দম্পতির ছেলে। গত সাত বছর আগে তিনি সৌদি আরবে শ্রমিক ভিসায় গিয়েছিলেন। দেশটির রিয়াদ শহরের ৮ নম্বর সিটি এলাকার একটি হার্ডওয়্যার দোকানে শ্রমিকের কাজ করতেন নিহত সাইয়েদ।
সাইয়েদের বাবা মো. রুহুল আমিন বলেন, রিয়াদে দোকানের সামনে সড়কের পাশে থাকা ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে সাইয়েদ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ছেলে আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই আল্লাহ তাকে নিয়ে গেছে। আমি এই শোক কীভাবে সইবো।
স্থানীয় বাসিন্দরা জানান, নিহত সাইয়েদ আহমেদের দাম্পত্য জীবনে মো. আরিয়া মিয়া নামের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সে এ বছর স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট















