বুধবার   ০৫ নভেম্বর ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৩, ৪ নভেম্বর ২০২৫

খাওয়ার পর শুয়ে পড়ার অভ্যাস, অজান্তেই ডেকে আনছেন বিপদ

খাওয়ার পর শুয়ে পড়ার অভ্যাস, অজান্তেই ডেকে আনছেন বিপদ
সংগৃহীত

বাঙালি স্বভাবতই আরামপ্রিয়। ব্যস্ত জীবনে দুপুরে বেলা করে খেয়ে, একটু ভাত ঘুম নিতে চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। খাবার আমার শরীরকে সতেজ রাখে যদি আমরা সেটি সঠিক সময় এবং সঠিক উপায়ে খাই।

খাবার আমাদের শরীরের জ্বালানির উৎস। আমরা যা খাই, তা শরীরে শক্তি জোগায়। তবে খাবার খাওয়া কিছু অভ্যাস ফলে শরীরে ভয়াবহ সমস্যা দিতে পারে। অনেকেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন। অনেকে ভাবে এতে খাবার অনেকক্ষণ পেটে থাকবে। আদৌ কী তাই? খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে শরীরে কী হতে পারে, চলুন জেনে নেওয়া যাক-

খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে কী হবে?

অনেকেই খাওয়ার পরপরই হয় বিছানায় শুয়ে পড়েন, না হয় ঘুমিয়ে পড়েন। তবে খাওয়ার পরপরই শুয়ে পড়লে বা ঘুমিয়ে পড়লে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো হজমের জটিলতা।

সাধারণত, খাবার খাওয়ার পর পাকস্থলী তা ভাঙতে শুরু করে এবং পুষ্টি উপাদানগুলো অন্ত্রে পাঠায়। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময়, শক্তি ও সঠিক গতি প্রয়োজন। কিন্তু খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে হজমে ব্যাঘাত ঘটে, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তাই শরীরকে খাবার হজমের সময় দিতে অন্তত কয়েক ঘণ্টা অপেক্ষা করা উচিত, বিশেষ করে ভারী বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়ার পর।

খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে শরীরের প্রতিক্রিয়া কী হয়?

খাবার খাওয়া পর তা হজম হতে সময় লাগে। ফলে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে এই প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে শরীরে যেসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে—

১) খাওয়ার পরপরই ঘুমের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি হলো অ্যাসিড রিফ্লাক্স। খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড সহজেই খাদ্যনালিতে ফিরে আসে, যার কারণে বুক জ্বালাপোড়া হতে পারে।

২) খাবার খাওয়ার পর অনেক সময় ঘুম ঘুম ভাব হয়, কিন্তু সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে বদহজম, বুক জ্বালা বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে, যা অস্বস্তি সৃষ্টি করে এবং ঘুমের মান নষ্ট করে।

৩) খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে ওজন বৃদ্ধি হতে পারে। কারণ এ সময় শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, যা ধীরে ধীরে স্থূলতার ঝুঁকি বাড়ায়।

৪) এই অভ্যাসে প্রায়ই বদহজম ও পেট ফাঁপা দেখা দেয়, ফলে শরীরে অস্বস্তি অনুভূত হয়। হজমক্ষমতা কমে গেলে গ্যাস, পেট ফাঁপা ও বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

শিরোনাম