আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক
রাজবাড়ী আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলায় মো. আশরাফুল হক ওরফে ইনসান (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আহত ইনসান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার মুকুল রহমান ওরফে মুকুল ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের সামনে হাজিরা দিতে আসার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ইনসানের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত ৩১ ডিসেম্বর রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজ পাড়ায় দুর্বৃত্তরা ইনসানকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে এতে সিফাত মণ্ডল (১২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। উল্লেখ্য, ইনসানের নামে রাজবাড়ী থানায় হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১২টি মামলার রয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট
.jpeg)








