মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৫১, ১৩ জানুয়ারি ২০২৬

চুরি অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন আটক

চুরি অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন আটক
সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী থেকে তাকে চকরিয়া থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। 

তিনি বলেন, সাহারবিলের সাবেক চেয়ারম্যানকে ফাঁসিয়াখালীর নয়াপাড়ায় একটি ঘটনায় স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করেছে, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটক ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবী হোছাইনের ছোট ভাই বাদলের স্ত্রীর বাড়িতে পানির মোটর চুরিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে নবী হোছাইনকে পাওয়া গেলে তাকে পুলিশের হাতে তুলে দেন জনতা।

২০২১ সালের ২৮ অক্টোবর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমের সহযোগিতা নবী হোছাইন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

বর্তমানে কারাবন্দি জাফর আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত নবীর গরু মহিষ চুরির বড় একটি সিন্ডিকেট রয়েছে, যা চট্টগ্রামের পুরো দক্ষিণাঞ্চলে বিস্তৃত বলে প্রচলিত আছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নবী হোছাইন ডিবির হাতে গ্রেপ্তার হলে কয়েকদিন পর জামিনে বেরিয়ে আসেন বলে জানা গেছে। আটককৃত সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনৈতিক, চুরি-ডাকাতি সহ অসংখ্য মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইফতিয়াজ নুর/আরকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ