সীমান্তে মাটির নিচে মিলল গুলি-ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে আতারপাড়া মাঠ নামক স্থানে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চরচিলমারি বিওপির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি অধিনায়ক বলেন, কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় মাটির নিচে বস্তায় ভরা কালো কসটেপ দিয়ে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করে। পরে এগুলো দৌলতপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সূত্র: ঢাকা পোষ্ট
.jpeg)








