মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা

কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা
সংগৃহীত

কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হিমেল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে এ জেলার জনজীবন। ঠান্ডা থেকে বাঁচার সব রকমের চেষ্টাও যেন বিফলে যাচ্ছে। এতে করে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা জীবন-জীবিকারে তাগিদে সকাল সকাল ঘর থেকে বের হতে হয় তাদের। এছাড়া হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষের উপস্থিতি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

কুড়িগ্রাম পৌর শহরের রিকশা চালক নুর আলম মিয়া বলেন, ‘ঠান্ডায় হাত পাও খালি অবস হয়া আইসে রিকশা চালানো যায় না। কি করমো রিকশা না চালালে সংসার চলবে না।’

ধরলার পাড় এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধ হাবিবুর রহমান বলেন, ‘হামরা নদী এলাকার মানুষ। এখানে খুব ঠান্ডা ও শীত পরে ঘর থাকি বের হওয়া যায় না, বয়স্ক মানুষ খুব কষ্ট হচ্ছে।’

রাজারহাট উপজেলার টকরাইহাট এলাকার ভ্যান চালক আজাহার আলী বলেন, ‘ঠান্ডা আর শীতে বাইর হওয়া যায় না। কামাই এখন আর তেমন আর হয় না, বসি আছি। দেখি আল্লাহ যদি কামাই মেলায়। তাই ভ্যান নিয়ে বের হলাম।’

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ